18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

জনপ্রিয়
গোপালগঞ্জের কাশিয়ানীতে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী।
সোমবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে তিলছড়া বাজার এলাকায় সড়কের পাশে রাখা গাছের গুঁড়ি মহাসড়কের ওপর ফেলে তারা বিক্ষোভ শুরু করে।
অবরোধের কারণে দুই দিকেই যানবাহন আটকা পড়ে। প্রায় ২০ মিনিট ধরে চলা এই পরিস্থিতির দৃশ্য বিক্ষোভকারীরা নিজেরাই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, পুলিশের উপস্থিতি টের পেয়েই বিক্ষোভকারীরা সরে পড়ে। পরে কাশিয়ানী থানা পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন বলেন, “কয়েকজন লোক মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিল। পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যায়। অবরোধ সফল হয়নি।”
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...