17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

‘আব্বুকে ফোন করলাম, কাঁদলাম’ -ফখরুলকন্যা শামারুহর পোস্ট

জনপ্রিয়
জুলাইয়ের ছাত্র–জনতার আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর ব্যক্তিগত প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা। সোমবার বিকেলে নিজের ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি দীর্ঘদিন ধরে সঞ্চিত ক্ষোভ ও বেদনার কথা তুলে ধরেন।
শামারুহ লিখেছেন—
“রায় হয়েছে। আব্বুকে ফোন করলাম, কাঁদলাম। ২০১৩ থেকে এই দিনের অপেক্ষা করছিলাম। আমাদের জীবনে যে গভীর ক্ষতি করেছিল হাসিনা, বহুবার ভেবেছি—কখন ন্যায়বিচার পাব। আমাদের মানসিক, শারীরিক এবং আর্থিক ক্ষতির জন্য আমি মামলা করব।”
তিনি আরও দাবি করেন, গত ১২ বছর ধরে হাজারো পরিবার ক্ষতির মুখে পড়েছে, বহু মানুষ খুন ও গুমের শিকার হয়েছে—“মজলুমের দোয়া আজ কবুল হলো”, বলে মন্তব্য করেন তিনি।
এর আগে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করে।
রায়ে—
  • দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড
  • প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড
    ঘোষণা করা হয়।
এই মামলাটি গত বছর জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন অপরাধ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়েছিল।
রায় ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত সব জায়গায় বিস্তর বিতর্ক ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শামারুহ মির্জার পোস্টটি সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...