জুলাইয়ের ছাত্র–জনতার আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর ব্যক্তিগত প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা। সোমবার বিকেলে নিজের ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি দীর্ঘদিন ধরে সঞ্চিত ক্ষোভ ও বেদনার কথা তুলে ধরেন।
শামারুহ লিখেছেন—
“রায় হয়েছে। আব্বুকে ফোন করলাম, কাঁদলাম। ২০১৩ থেকে এই দিনের অপেক্ষা করছিলাম। আমাদের জীবনে যে গভীর ক্ষতি করেছিল হাসিনা, বহুবার ভেবেছি—কখন ন্যায়বিচার পাব। আমাদের মানসিক, শারীরিক এবং আর্থিক ক্ষতির জন্য আমি মামলা করব।”
তিনি আরও দাবি করেন, গত ১২ বছর ধরে হাজারো পরিবার ক্ষতির মুখে পড়েছে, বহু মানুষ খুন ও গুমের শিকার হয়েছে—“মজলুমের দোয়া আজ কবুল হলো”, বলে মন্তব্য করেন তিনি।
এর আগে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করে।
রায়ে—
-
দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড
-
প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড
ঘোষণা করা হয়।

