24 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকের অফিসে অগ্নিসংযোগ

জনপ্রিয়
মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা অফিসের ভেতরে আগুন লাগিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। এতে অফিসের একটি টেবিলে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ফাইল পুড়ে যায়।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ডিগ্রি কলেজের পাশের একটি দ্বিতীয় তলার কক্ষে শাখা অফিসটি অবস্থিত। ঘটনার সময় অফিসের একটি জানালা খোলা ছিল। ধারণা করা হচ্ছে, সেই খোলা জানালার ফাঁক দিয়ে আগুন নিক্ষেপ করা হতে পারে।
মহম্মদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার শফিউল আলম জানান, রাত ৩টা ৪০ মিনিটে খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই অফিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, “টেবিলের উপর রাখা কিছু ফাইল ও কাগজপত্র পুড়ে গেছে, তবে বড় ধরনের ক্ষতি হয়নি।”
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে তদন্ত করা হচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...