| Your Ads Here 100x100 |
|---|
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্ত থেকে সাড়ে ৪১ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম গাঁজা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদ পেয়ে সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর বিওপির টহলরত বিজিবি বিশেষ টিম উপজেলার পশ্চিম রামখানা এলাকায় অভিযান চালায়।
সেখানে একদল ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা একটি পটলার বস্তা ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে তল্লাশি করে পটলার ভেতর থেকে সাড়ে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। তাছাড়া মাদকপাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

