24 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

“গাছেরও জীবন আছে, পেরেক ঠুকে আঘাত বন্ধ করুন” এই স্লোগানে কুড়িগ্রামে মানববন্ধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

গাছের গায়ে পেরেক ঠুকে ব্যানার, পোস্টার, সাইনবোর্ড ও বিভিন্ন ধরনের বিজ্ঞাপন সামগ্রী টানানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য দেন গ্রীন ভয়েসের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রাইসুল ইসলাম নোমান, কুড়িগ্রাম সরকারি শাখার সভাপতি তহ্নি বণিক, সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্ন, অর্থ সম্পাদক আবু রায়হান জাকারিয়া, উলিপুর উপজেলা শাখার সভাপতি সারফরাজ সৌরভ, রোমিও রায়হানসহ অন্যরা। বক্তারা বলেন, গাছের গায়ে পেরেক ঠুকলে কান্ড ক্ষতিগ্রস্ত হয়, রসক্ষরণ বন্ধ হয়ে যায় এবং গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে মৃত্যুর মুখে পড়ে। এটি শুধু পরিবেশের জন্য নয়, শহরের সামগ্রিক সৌন্দর্যের জন্যও বড় হুমকি।

বক্তারা জোর দিয়ে বলেন, গাছের গায়ে পেরেক ঠুকার মতো পরিবেশবিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং এ ধরনের কাজ ঠেকাতে কঠোর আইন প্রয়োগ করতে হবে। “গাছেরও জীবন আছে, পেরেক ঠুকে আঘাত বন্ধ করুন”—এই স্লোগান সামনে রেখে তারা রাজনৈতিক ব্যক্তি, ডাক্তার, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, কোচিং সেন্টার, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান যেন গাছে সাইনবোর্ড, ফেস্টুন বা কোনো বিজ্ঞাপন সামগ্রী ঝুলানো না হয় এবং ঝুলানো হয়ে থাকলে তা দ্রুত অপসারণ করা হয়।

কর্মসূচিতে গ্রীন ভয়েসের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...