- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
মাগুরায় নারী এনজিও কর্মীকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, ধাওয়ায় অস্ত্র ফেলে পালাল তিনজন**
মাগুরার শ্রীপুরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এক নারী এনজিও কর্মীকে অস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমলসার ইউনিয়নের কোদলা–আমলসার সড়কের নির্জন অংশে এ ঘটনা ঘটে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তিন ছিনতাইকারী অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যায়।
কীভাবে ঘটল হামলা
স্থানীয় সূত্র জানায়, ব্র্যাকের টিকারবিলা শাখায় কর্মরত ওই নারী কর্মী লাঙ্গলবাঁধ বাজার থেকে আমলসারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনজন তার মোটরসাইকেলের গতি রোধ করে গলার চেইন ও ব্যাগ নেওয়ার চেষ্টা করে। তিনি প্রতিরোধ করলে ধস্তাধস্তির সৃষ্টি হয়।
ভুক্তভোগীর ভাষ্যে—
“তিনজন আমাকে ঘিরে ধরে টাকার ব্যাগ আর চেইন দিতে বলে। আত্মরক্ষায় একজনকে ঘুষি দিই। ধস্তাধস্তির সময় একজনের হাতে থাকা পিস্তলটা ছিটকে পড়ে যায়। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন দৌড়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।”
তিনি জানান, তার গলার সোনার চেইন ও প্রায় ১৫–১৬ হাজার টাকা ছিনতাইকারীরা নিয়ে গেছে।
পুলিশ কী বলছে
খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া অস্ত্রটি জব্দ করে।
থানার ওসি ইদ্রিস আলী বলেন—
“অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এটি আসল নাকি নকল—তা পরীক্ষা চলছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।”

