- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই আওয়ামী লীগকে নির্বাচন থেকে সম্পূর্ণ বর্জনের আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি দাবি করেন, দলটি সাংগঠনিকভাবে নিষিদ্ধ হওয়ায় তাদের কোনো নেতাকর্মীরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার অধিকার নেই।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত “নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিতকরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা : সম্ভাবনা ও করণীয়” শীর্ষক সেমিনারে তিনি এসব বক্তব্য দেন
রাশেদ খান অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো নিরপেক্ষ আচরণ করছে না এবং সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়েছে।
তার ভাষ্যে—
“ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না, জনগণের মাঝে সন্দেহ রয়েছে। আমরা এখন সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছি। সেনাবাহিনীকে অবশ্যই গণতন্ত্রের পক্ষে জনগণের পাশে দাঁড়াতে হবে।”
গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, নিষিদ্ধ দলকে পুনরায় রাজনৈতিক ময়দানে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
তিনি আরও দাবি করেন—
“তারা স্বতন্ত্র নামে নির্বাচনে অংশ নিতে চায়। তাদের লক্ষ্য নির্বাচন নয়—তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা, অস্থিরতা তৈরি করা এবং আবার সেই ‘এক–এগারো’ ধরনের পরিবেশ সৃষ্টি করা।”

