19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার চুক্তির সকল কার্যক্রম স্থগিত: হাইকোর্ট

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে পরিচালনাধিকার হস্তান্তর–সংক্রান্ত চুক্তির উপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ চুক্তি–সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রাখার জন্য বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে সরকারকে নির্দেশ দেওয়া হয়।
এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন চলতি বছর একটি রিট আবেদন দায়ের করেন।
  • রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৩০ জুলাই হাইকোর্ট রুল জারি করেন।
  • পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সম্পাদিত চুক্তির ওপর স্থিতাবস্থা চেয়ে সম্পূরক আবেদন করা হয়।
এই আবেদনের শুনানির ধারাবাহিকতায় গত ১৩ নভেম্বর, আদালত রুল শুনানির জন্য ১৯ নভেম্বর দিন নির্ধারণ করেন। নির্ধারিত তারিখে রুলের শুনানি শুরু হয় এবং আজ বৃহস্পতিবার শুনানি শেষে আদালত চুক্তির সমস্ত কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...