21 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ২৫, গ্রেপ্তার হাজারের বেশি

জনপ্রিয়
জাতীয় মুদ্রা রিয়ালের নজিরবিহীন দরপতনের প্রতিবাদে ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে কুর্দিভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাও। একই সঙ্গে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে নিহত ও গ্রেপ্তারের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে দাবি করেছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। সংস্থাটির তথ্য অনুযায়ী, দুইজন নিরাপত্তা সদস্যসহ অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন এবং সারা দেশে আটক হয়েছেন ২ হাজার ৭৬ জন।
গত ২৮ ডিসেম্বর ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের ব্যাপক অবমূল্যায়নের পর এই বিক্ষোভ শুরু হয়। এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের দাম নেমে আসে প্রায় ১৪ লাখ ৫০ হাজারে, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। এর সঙ্গে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দ্রুত বাড়তে থাকায় সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছায়।
আন্দোলনের সূচনা হয় তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীদের ধর্মঘটের মাধ্যমে। পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে অন্তত ২৫টি প্রদেশে। সময়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক দাবির পাশাপাশি সরকারবিরোধী রাজনৈতিক স্লোগানও বিক্ষোভে যুক্ত হয়।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, পশ্চিম ইরানে সংঘর্ষের সময় বাসিজ বাহিনীর সদস্য আলি আজিজি নিহত হয়েছেন। অভিযোগ অনুযায়ী, তিনি ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হন।
সরকারি কর্তৃপক্ষ এখনো হতাহতের পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করেনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
- Advertisement -spot_img
সর্বশেষ

চলন্ত বাসে রাতভর গণধর্ষণ, চালক-হেলপারসহ গ্রেফতার ৩

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি বাসে কলেজপড়ুয়া এক শিক্ষার্থীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসচালক, হেলপার ও চালকের...