Your Ads Here 100x100 |
---|
ফেনী জেলা প্রশাসনের আয়োজনে নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণে পাঁচ দিনব্যাপী মেলা শুরু হয়েছে আজ থেকে। সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালযইয়ের মাঠে ফেনীর সংস্কৃতিপ্রেমী মানুষের মিলনমেলায় পরিণত হবে এই উৎসব। যা চলবে ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার পর্যন্ত। বাংলা সস্কৃতির বিভিন্ন ধারার গান, নৃত্য, নাটক ও বাদ্যযন্ত্র পরিবেশনায় মুখরিত হবে পুরো আয়োজন।

আজ বিকাল ৩টায় ফেনী জেলা প্রশাসনের আয়োজনে এবং সোনাগাজী উপজেলা প্রশাসনের সহযোগিতায় মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনের অন্যতম আকর্ষণ ছিল ফাতুনী সাংস্কৃতিক কেন্দ্রের গান ও নৃত্য পরিবেশনা, সেলিম আল দীন রচিত নাটক ‘ঢাকা’ অবলম্বনে পুনঃনির্মিত নাটক ‘চান্স’ মঞ্চায়ন এবং রাত ৯টায় ‘প্রবান’ গানের দলের সংগীত পরিবেশনা।

আগামী ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় চারণ সাংস্কৃতিক কেন্দ্র, দাগনভূঞা গান ও নৃত্য পরিবেশন করবে। এদিন রাত ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাটক ‘তিনি আসছেন’ মঞ্চস্থ হবে। রাত ৯টায় এ.আর. কুমার ও বাবুল চন্দ্র দাসের পরিবেশনায় সাম্প্রতিক গান দর্শকদের মুগ্ধ করবে।
২৫ ফেব্রুয়ারি বিকাল ৩.৩০টায় অনুষ্ঠিত হবে আলোচনা অনুষ্ঠান। এদিন জাগরণী সাংস্কৃতিক কেন্দ্র, ফেনীর গান পরিবেশনা ।
নাট্যাচার্যের স্মৃতিচারণ ও তাঁর শিল্পকর্মের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এই মেলায় দেশজ সংস্কৃতি ও শৈল্পিক চিন্তার সম্মিলন ঘটবে বলে আশা করছে অনেকে।