27 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

যারা নতুন বাংলাদেশ চায় না , তারাই সংস্কারের আগে নির্বাচন চাইছে : ফরহাদ মজহার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

যারা নতুন বাংলাদেশ গঠন করতে দিতে চায় না তারাই প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচন চাইছে বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরিসারে আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহের (র.) স্মরণোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফরহাদ মজহার বলেন, যারা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে দিতে চায় না তারা বলছে- আমরা এখনই নির্বাচন চাই, এখনই সরকার গঠন করতে চাই। ওরা ১৫ বছর লুটপাট করেছে,  এবার আমরা করব। ফলে তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে। দেশে যত অরাজকতা ও বিশৃঙ্খলা হচ্ছে, এর পেছনেও তাদের এবং পরাজিত শক্তির হাত আছে।

মাজার ভাঙা প্রসঙ্গে তিনি বলেন, যারা মানুষকে ভালোবাসে না  পির-মুর্শিদদের ধারাকে অস্বীকার করে, তাদের কথার সঙ্গে আমাদের রাসূলের কোনো মিল নেই। এরা বিদেশি দুশমন, এরা গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য এবং দিল্লির তাঁবেদারি আবার প্রতিষ্ঠার জন্য মাজার ভাঙছে। আপনাদের বিভ্রান্ত করছে এদের সম্পর্কে সাবধান হোন। স্মরণোৎসবে দেশের নানা প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...