32.1 C
Dhaka
রবিবার, আগস্ট ১০, ২০২৫

এসির তাপমাত্রা নির্ধারন করে পরিপত্র জারি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

​বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানকে তাদের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখার অনুরোধ জানিয়েছে।​

আজ রোববার জারি করা এক পরিপত্রে এই অনুরোধ জানানো হয়েছে। এর আগে, ১৭ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আসন্ন পবিত্র রমজান ও গরমের মৌসুমে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখার জন্য অনুরোধ করেছিলেন। তিনি আরও বলেছিলেন, এই অনুরোধ উপেক্ষা করা হলে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন বা অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। ​

এসির তাপমাত্রা নির্ধারন করে পরিপত্র জারি
এসির তাপমাত্রা নির্ধারন করে পরিপত্র জারি

মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে সরকারি-বেসরকারি দপ্তর ও গৃহস্থালিতে ব্যবহৃত শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের অভীষ্ট তাপমাত্রা সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণের পরামর্শ পাওয়া গেছে। এছাড়া, রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একই সময়ে শুরু হওয়ায় বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাবে। শীতাতপ থার্মোস্ট্যাট নির্ধারিত তাপমাত্রায় ব্যবহারের মাধ্যমে এই চাহিদা নিয়ন্ত্রণ সম্ভব।​

এ অবস্থায়, সব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি প্রতিষ্ঠানকে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে নির্ধারণের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য অনুরোধ করা হয়েছে।​

এ–সংক্রান্ত সিদ্ধান্ত বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে বেসরকারি খাতকে অবহিত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাকে অবহিত করার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এনজিওবিষয়ক ব্যুরোকে অনুরোধ করা হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

উপদেষ্টাদের ‘সততার’ ওপর পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ‘সততার’ ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছে বিএনপি। শনিবার রাতে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল...