32 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

ছাত্রলীগের ‘প্রতিচ্ছবি’ ছাত্রদলের মধ্যে দেখছেন শিবির সভাপতি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

দেশের চলমান বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ছাত্রদল ছাত্রলীগের পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
তিনি জানান, “ছাত্র রাজনীতির প্রতি জন্ম নেওয়া জন-আকাঙ্ক্ষা ধীরে ধীরে কিছু ছাত্রসংগঠনের আধিপত্যনীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি, ট্যাগিং ও দোষ চাপানোর অশোভন সংস্কৃতির কারণে নষ্ট হয়ে যাচ্ছে।
“নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে তাদের পথ অনুসরণ করছে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রদল।”
রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন শিবির সভাপতি।
খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনার প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, “নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের ওপর হামলা করে তার দায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দিচ্ছে, যার প্রবক্তা ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।”
তিনি ছাত্রদলকে উদ্দেশ্য করে আরও বলেন, “তারা ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে ঘোষণা করছে, ‘শিবির কোবানো বা কোপানো আগেও জায়েজ ছিল এবং ভবিষ্যতেও থাকবে’—একটি বীভৎস বার্তা।
“কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছে। খুলনার শিববাড়ীতে তাদের মিছিলে ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দেয়ার ঘটনা ছিল, যা পূর্বে ছাত্রলীগের মুখে শুনতাম; ছাত্রদলের মাঝে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যাচ্ছে।”
‘গণহত্যাকারী’ শেখ হাসিনামুক্ত বাংলাদেশেও কিছু ছাত্রসংগঠন ‘ফ্যাসিবাদের টুলসগুলো’ গ্রহণ করে ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেন শিবির সভাপতি।
তিনি বলেন, “অপরাধীদের হাত বদল হলেও অপরাধ আগের মতই চলছে। সারাদেশে শত শত স্থানে চাঁদাবাজি ও দখলদারি দেখে বোঝা যায় যে দেশের অবস্থায় কোনো মৌলিক পরিবর্তন হয়নি।
“২২ ফেব্রুয়ারি যশোরের চাঁচড়ায় চাঁদা না দেওয়ায় ‘সম্রাট’ নামে এক মাছ ব্যবসায়ীর চোখ উপড়ে ফেলে ছাত্রদলের সন্ত্রাসীরা, আবার গতকাল গাজীপুরে মাইকের ঘোষণা দিয়ে প্রকাশ্য দিবালোকে চাঁদা আদায়ের ঘটনা আপনাদের দেখানো হয়েছে। প্রতিদিন অসংখ্য ঘটনা গণমাধ্যমে প্রকাশ পায়।”
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দেওয়া হয় ছাত্রশিবিরের পক্ষ থেকে।
জাহিদুল ইসলাম বলেন, “সম্প্রতি কুয়েট, সিলেট এমসি কলেজ এবং তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় সংঘটিত হামলার ঘটনা, একটি ছাত্রসংগঠনের নব্য ফ্যাসিবাদী হয়ে ওঠার ধারাবাহিকতার অংশ।
“কুয়েটে সাধারণ ছাত্রদের ওপর ছাত্রদল-যুবদলের বহিরাগত সন্ত্রাসীদের পরিকল্পিত সশস্ত্র হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী মারাত্মক আহত হয়েছেন। ছাত্রদল তাদের উচ্ছৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে উল্টো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দেয়। প্রকাশ্য সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম ‘শিবিরের ওপর দায়’ দিয়ে নির্দেশনা প্রদান করে, যার মাধ্যমে তাদের ঘৃণ্য পরিকল্পনা দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে দাঁড়ায়।”

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...