32 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

প্রকাশ্যে রাজীব-মেহজাবীনের বিয়ের ছবি।

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

অবশেষে দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবের সঙ্গে পরিণয় হলো জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। জানা গেছে, ভালোবাসা দিবসে প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন অভিনেত্রী। বিয়ের দেড় সপ্তাহ পর আজ ছবি প্রকাশ করলেন তিনি।

আজ দুপুরে নিজের ফেসবুক পেজে পাঁচটি ছবি প্রকাশ করেছেন মেহজাবীন। তিনি সেখানে লিখেছেন, ‘৯ এপ্রিল, ২০১২- একটি  বাঁকা দাঁত এবং সুন্দর হাসিওয়ালা ছেলে আমার সঙ্গে দেখা করতে এলো। আমি  যখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নাড়লো। আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম, করমর্দন করেছিলাম এবং সে চলে যাওয়ার সময় আমি অনুভব করলাম, আমার হৃদয়ের একটি অংশ তার সঙ্গে চলে গেছে। আমি মুহূর্তেই বুঝতে পেরেছিলাম, এটা ছিল অনিবার্য।’

মেহজাবীন আরও লিখেছেন, ‘১৩ বছর পর আমরা এখানে। একসঙ্গে বেড়ে উঠছি, জীবনের প্রতিটি উদযাপন একসঙ্গে করছি এবং প্রতিটি খারাপ সময় অতিক্রম করছি। কথিত আছে, সাত বছরের বন্ধুত্ব জীবনকাল স্থায়ী হয়। কিন্তু আমরা প্রায় দ্বিগুণ সময় পার করে এসেছি। ১৪ ফেব্রুয়ারি আমরা আমাদের বন্ধন সারাজীবনের জন্য সিলমোহর দিয়েছিলাম। এই যাত্রায় হাতে হাত রেখে হাঁটার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আদনান আল রাজীব, তোমাকে আমার জীবনের জন্য সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম।’

পোস্টের শেষে অভিনেত্রী আরও লিখেছেন, ‘এই নতুন অধ্যায় শুরু করার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা কামনা করছি। যাতে সারাজীবন আমরা একসঙ্গে, সুখে বাঁচতে পারি।’

উল্লেখ্য, এরআগে বেশ কয়েকবার কানাঘুষা শোনা গিয়েছিলো যে, মেহজাবীন প্রেম করছেন নির্মাতা, প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে! সেই বিষয়ে কখনো টুঁ শব্দটি করেননি এই জুটি। বরাবরই এসব প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। সেই গুঞ্জনই এবার বাস্তবে রূপ নিলো!

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...