Your Ads Here 100x100 |
---|
আজকের বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা পঞ্চম স্থানে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকা ১৯১ স্কোর অর্জন করেছে, যার ফলে ঢাকার বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে বিবেচনা করা হচ্ছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে।
আজ দূষণের শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি, যার একিউআই স্কোর ২২৭। দিল্লির বাতাসের মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় এর পরবর্তী অবস্থানে যথাক্রমে পাকিস্তানের করাচি (১৯৫), চীনের উহান (১৯৪), পাকিস্তানের লাহোর (১৯৩) এবং ঢাকার (১৯১) রয়েছে। সকালের পর্যবেক্ষণে, তালিকাভুক্ত শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়েই রয়েছে।
ঢাকার বাতাসে অতিক্ষুদ্র কণিকা (পিএম ২.৫এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর মানদণ্ডের তুলনায় প্রায় সাড়ে ২২ গুণ বেশি পাওয়া গেছে। এই পরিস্থিতিতে আইকিউএয়ার পরামর্শ দিয়েছে যে বায়ুদূষণ থেকে নিজেকে রক্ষা করতে বাইরে শরীরচর্চা এড়িয়ে চলা উচিত। তদুপরি, সংস্থাটি নির্দেশ করেছে যে ঘরের দরজা ও জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে মাস্ক পরিধান করা জরুরি।
এই সময়, ঢাকার বেচারাম দেউড়ি এলাকায় একিউআই স্কোর ছিল ৩০৪, যা বাতাসের মানকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে। এছাড়া, চারটি এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এই সব এলাকায় একিউআই স্কোর নিম্নরূপ:
সাভারের হেমায়েতপুর – ২৬০
মাদানি সরণির বেইজ এজওয়াটার – ২৪৯
ঢাকার মার্কিন দূতাবাস – ২২৭
মিরপুরের ইস্টার্ন হাউজিং – ২০৪
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত তা নির্ণয় করে আইকিউএয়ার একটি সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান, যার মাধ্যমে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রদান করা হয়।