29 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

প্রযোজক আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও প্রযোজক আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।গত রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন।

প্রযোজক আবদুল আজিজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছেন ‘পাপ’ ছবির অভিনেত্রী জাকিয়া কামাল মুন। মামলার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমা নির্মাণে সহযোগিতার জন্য আবদুল আজিজকে এককালীন ৬০ লাখ টাকা প্রদান করেন মুন। শর্ত অনুযায়ী, ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজ সম্পন্ন করার কথা ছিল। তবে অঙ্গীকারনামার শর্ত অনুযায়ী বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি আজিজ।

বারবার আইনি নোটিশ পাঠানোর পরও তিনি তা উপেক্ষা করেন। উল্টো ২০২3 সালের মে মাসে ‘পাপ’ ছবিটি একটি ওটিটি প্ল্যাটফর্মে ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি করে দেন।

মামলার বাদী অভিনেত্রী জাকিয়া কামাল মুন গণমাধ্যমকে জানান, “আমার টাকা ফেরত দেওয়া হয়নি, বরং বিভিন্ন প্রযোজককে বলে দেওয়া হয়েছে যেন আমাকে কোনো সিনেমায় নেওয়া না হয়।”

প্রসঙ্গত, ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ মুক্তি পায়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি একাধিক সুপারহিট সিনেমা প্রযোজনা করে, যা দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরকে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে...