27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

৬০ কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা করছেন ট্রাম্প

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার প্রসঙ্গে নতুন একটি পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নতুন ব্যবস্থাটির নাম রাখা হয়েছে ‘গোল্ড কার্ড’।

বিদেশি বিনিয়োগকারীদের জন্য পূর্বে প্রচলিত ইবি-৫ ভিসা কর্মসূচির পরিবর্তে নতুন পদ্ধতি গ্রহণ করা হবে, যা মার্কিন নাগরিকত্ব লাভের পথকে আরও সুগম করবে। প্রতিটি গোল্ড কার্ডের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি টাকারও বেশি)।

ট্রাম্প সাংবাদিকদের জানান, গোল্ড কার্ড ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের স্থায়ী অধিবাসী হতে বিদেশি বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হবে, যার ফলে দেশের কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।

বর্তমানে, ইবি-৫ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে ব্যবসায় বিনিয়োগের প্রতিশ্রুতি প্রদানকারী বিদেশি বিনিয়োগকারীদের গ্রিন কার্ড প্রদান করা হয়। ট্রাম্প বলেন, “আমরা গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। প্রতিটি কার্ডের মূল্য ৫০ লাখ ডলার হবে। এটি আপনাদের গ্রিন কার্ডের সুবিধা প্রদান করবে এবং মার্কিন নাগরিকত্ব লাভের পথ হয়ে উঠবে। ধনী ব্যক্তিরা এই কার্ডটি কিনে আমাদের দেশে আসবেন।”

তিনি আরও উল্লেখ করেন যে, দুই সপ্তাহের মধ্যে এই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

একজন সাংবাদিক জানতে চেয়ে, রুশ ধনকুবেররাও কি এই গোল্ড কার্ড পাওয়ার যোগ্য হবে, ট্রাম্প জবাবে বলেন, “হ্যাঁ, সম্ভবত। আমি কিছু রুশ ধনকুবেরকে চিনি, যাঁরা বেশ দারুণ মানুষ।”

বর্তমানে ইবি-৫ ইমিগ্রান্ট ইনভেস্টর প্রোগ্রাম পরিচালনা করছে ইউ.এস. সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস), যা যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নিয়ন্ত্রণাধীন। তাদের ওয়েবসাইটে উল্লেখ আছে যে, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগকারীদের পুঁজি বিনিয়োগের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে সুদৃঢ় করার লক্ষ্যে ১৯৯০ সালে কংগ্রেস এই কর্মসূচি চালু করেছিল।

গতকাল মঙ্গলবার মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকও সাংবাদিকদের জানান, “ইবি-৫ কর্মসূচি একেবারেই বাজে পদ্ধতি; এটি মিথ্যা ও জালিয়াতিতে ভরা। কম খরচে গ্রিন কার্ড পাওয়ার এই পদ্ধতির পরিবর্তে প্রেসিডেন্ট বলেছেন, আমরা ইবি-৫ কর্মসূচি বন্ধ করে ‘ট্রাম্প গোল্ড কার্ড’ আনতে যাচ্ছি।”

o3-mini

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...