27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

ছিনতাইকারী ও ডাকাত ধরতে বিশেষ নির্দেশনা, চলছে সাঁড়াশি অভিযান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রাজধানীর বনশ্রীতে সোনা ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনার পর সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। তবে যে ঘটনার পর এই অভিযান জোরদার করা হয়েছে, সেই ঘটনার মূল অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হয়নি, উদ্ধার হয়নি লুট হওয়া স্বর্ণালংকারও।

এদিকে ছিনতাইকারী, ডাকাত ও চোর ধরতে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। তবে অভিযান জোরদারের পরও বিভিন্ন স্থানে ছিনতাই, ডাকাতি ও চুরির ঘটনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষাসফরের চারটি বাস ডাকাতদের কবলে পড়ে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতির বেশ কিছু ঘটনা ঘটেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে সারা দেশে ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে পরিচালিত অভিযানে ২৯ জন ডাকাত, ২৮ জন সক্রিয় ছিনতাইকারী, ৬ জন চাঁদাবাজ এবং ১০ জন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, গত দুই দিনে রাজধানীর বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পাশাপাশি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষও ছিনতাইকারী ও ডাকাতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। এ ধরনের প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে রাজধানীর মোহাম্মদপুর, উত্তরাসহ কয়েকটি স্থানে গণপিটুনির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। একই রাতে উত্তরা পশ্চিম থানা এলাকার বিএনএস ভবনের সামনে দুইজন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে উল্টো করে পদচারী সেতুতে ঝুলিয়ে রাখা হয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চলতি মাসের শুরু থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছিল। ১৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনা নতুন করে আলোচনার জন্ম দেয়। এরপর এক সপ্তাহের ব্যবধানে রাজধানীসহ বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতির অসংখ্য ভিডিও ও সংবাদ ছড়িয়ে পড়ে। সর্বশেষ রোববার রাতে বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটে, যা জনমনে আতঙ্ক তৈরি করেছে।

বনশ্রীর ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও ওঠে। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কেবল রাজধানীতেই ৫০টি থানা এলাকায় ৫০০টি টহল দল দায়িত্ব পালন করেছে।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, তল্লাশি ও টহল বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে, বিশেষ করে ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ দমনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে অভিযানের ফলে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও আতঙ্ক ও ক্ষোভ পুরোপুরি কাটেনি।

বনশ্রীতে অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ার হোসেনের ওপর হামলার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। খিলগাঁও, সবুজবাগ, রামপুরা ও শাহজাহানপুর এলাকার জুয়েলারি মালিক সমিতির সভাপতি মো. ইয়াকুব বলেন, “পুলিশ এখনো হামলাকারীদের ধরতে পারেনি, ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।”

ডিএমপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৬৫টি তল্লাশি চৌকি পরিচালনা করা হয়েছে। অপরাধপ্রবণ এলাকায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) ১৪টি, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং ডিএমপির সঙ্গে র‍্যাবের ১০টি টহল দল দায়িত্ব পালন করছে। এছাড়া, পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন রাজধানীর বিভিন্ন স্থানে ২০টি চেকপোস্ট পরিচালনা করেছে।

তবে অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন, শুধুমাত্র সমালোচনার মুখে অভিযান জোরদার করলেই সংকট সমাধান হবে না। অভিযানের ধারাবাহিকতা বজায় রাখা এবং গ্রেপ্তারকৃত অপরাধীদের কার্যকরভাবে নজরদারির আওতায় আনা জরুরি। পাশাপাশি গণপিটুনির মতো ঘটনা রোধেও পদক্ষেপ নিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক বলেন, “অপরাধ দমনের জন্য অপরাধীর জন্য অনুকূল পরিবেশ বন্ধ করা জরুরি। শুধু অপরাধীকে গ্রেপ্তার করলেই হবে না, নিশ্চিত করতে হবে যেন তারা পুনরায় অপরাধে জড়াতে না পারে। অপরাধ দমনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...