Your Ads Here 100x100 |
---|
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে পবিত্র কোরআনের তিলাওয়াত করা হয়। এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এর পূর্বে, স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিপুলসংখ্যক ছাত্র-জনতা জড়ো হয়। তরুণরা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে কেন্দ্র করে পতাকা হাতে মিছিল রয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তাদের কেউ রংপুর থেকে এসেছেন, কেউ খুলনা থেকে। বেলা তিনটা পর্যন্ত নীলফামারী, জয়পুরহাট, রাজশাহী, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে আগত মানুষের মিছিল মানিক মিয়া অ্যাভিনিউয়ে দেখা গেছে।
আমন্ত্রিত অতিথিদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে আমন্ত্রণপত্র ছাড়া সর্বসাধারণ প্রবেশ করতে পারছেন না। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কয়েকজন নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাও উপস্থিত রয়েছেন।
গাজীপুর থেকে এসেছেন মধ্যবয়সী মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেছেন, “আমরা তরুণদের দিকে তাকিয়ে আছি। নতুন বাংলাদেশে তাঁদেরই পথ দেখাবে।”
ঢাকা কলেজ থেকে এসেছেন আব্দুল্লাহ আল ইমরান। তিনি জানান, “আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে।”
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আয়োজনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরেজমিনে দেখা গেছে, আজকের অনুষ্ঠানের জন্য মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশরুম, পুলিশ বুথ, নারীদের বুথ, ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে। সংবাদকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতা-কর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাও অংশ নিচ্ছেন। তাছাড়া, দেশের ৬৪ জেলা থেকে মানুষ আসছেন। অনুষ্ঠান সন্ধ্যার আগেই শেষ হবে।
জাতীয় নাগরিক কমিটির মিডিয়া সেল সূত্র জানায়, বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন দলের শীর্ষ ১০ পদকে ‘সুপার টেন’ বলে প্রথম আলোয়ের সঙ্গে আলাপে উল্লেখ করেন একাধিক নেতা।

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ
সামান্তা শারমিন আরও জানান, নতুন দলের আহ্বায়ক হিসেবে মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন রয়েছেন। আহ্বায়কের দায়িত্ব গ্রহণের জন্য গত মঙ্গলবার নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। দলের সদস্যসচিব আখতার হোসেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে তাসনিম জারা ও নাহিদা সারওয়ার (নিভা) নিয়োগ করা হয়েছে। এছাড়াও, প্রধান সমন্বয়কারী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক হিসেবে আবদুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম চূড়ান্ত করা হয়েছে।