27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

সংস্কার ও ন্যায়বিচার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না ;জামায়াতে নায়েবে আমির

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান মন্তব্য করেন, “সংস্কার ও আওয়ামী লীগের বিচার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।” তিনি শুক্রবার সকাল ১১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এ মন্তব্য রাখেন।

মুজিবুর রহমান বলেন, “বিগত তিনটি নির্বাচন প্রমাণ করেছে যে, দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। জালেম পালিয়ে গেছে, কিন্তু জুলুম এখনও পালায়নি। দেশের মানুষের ওপর যারা অত্যাচার করেছে, তাদের আগে বিচার করা হবে। বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। সংস্কার ও বিচারের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে; তার আগে কোনো নির্বাচন হবে না। সংস্কার ও ফ্যাসিস্টের বিচার না হওয়া পর্যন্ত এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”

জামায়াতের সাবেক সংসদ সদস্য বলেন, “ছাত্র-জনতার হাজারো প্রাণের বিনিময়ে আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। দেশের ১৮ কোটি মানুষ আজ শান্তিতে নিশ্বাস নিতে পারছে। চব্বিশের স্বাধীনতায় যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের রক্তের দাগ শুকানোর আগেই অন্য একটি দল নির্বাচন করতে চায়। মনে রাখবেন, নির্বাচন নয়, রাষ্ট্রের সংস্কারের জন্য চব্বিশের আন্দোলন হয়েছিল। রাষ্ট্রে শান্তি ফেরাতে আল্লাহর আইন বাংলার মাটিতে বাস্তবায়ন করা হবে, ইনশা আল্লাহ। এছাড়াও, জালিম পালিয়েছে, কিন্তু তাদের দোসররা আজও সংশোধিত হয়নি। তাই, বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্পষ্ট বক্তব্য অনুযায়ী, আগে সংস্কার এবং পরে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

স্বাধীনতাযুদ্ধের পর, আওয়ামী লীগের একদলীয় শাসনব্যবস্থা চালু করার কথা উল্লেখ করে মুজিবুর রহমান আরও বলেন, “আমাদের অপকর্মের কারণে জনরোষে পড়ে ফ্যাসিস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মহান আল্লাহ বলেছেন, যারা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, তারা কাফের, ফাসেক ও জালেম। অতএব, ভবিষ্যতে ইসলামপন্থীদের পক্ষে অবস্থান নিতে হবে। স্বাধীনতাযুদ্ধের মূল উদ্দেশ্য ছিল ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা এবং বৈষম্যমুক্ত দেশ গড়ে তোলা। তবে মুক্তিযুদ্ধে বিজয়ী হওয়ার পর, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল। শুধু তাই নয়, চারটি সংবাদপত্র রেখে বাকিগুলো বন্ধ করে দিয়েছিল তারা।”

উপজেলা জামায়াতের আমির, মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির আব্দুল মতিন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোবারক হোসেন, উত্তর জেলা জামায়াতের নায়েবে আমির আলমগীর সরকার এবং সেক্রেটারি সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...