Your Ads Here 100x100 |
---|
যশোরের একটি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৪ সন্তানের জন্ম দিয়েছেন সুমাইয়া আক্তার সুইটি নামে এক নারী। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে এক ছেলে ও তিন মেয়ে সন্তান জন্ম দেন এই নারী।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শুটিয়া গ্রামের মোদাচ্ছের আলী তরফদার ও সুমাইয়া আক্তার সুইটি দম্পতির ঘরে আসা ছেলের নাম রাখা হয়েছে সিয়াম। তবে মেয়েদের নাম এখনও চূড়ান্ত হয়নি।
মোদাচ্ছের আলী তরফদার একটি সিরামিক কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার। তিনি ও তার পরিবার একসঙ্গে ৪ সন্তান পেয়ে দারুণ খুশি। তবে অবাকও হয়েছেন অনেকটা। কেননা আল্ট্রাসনো রিপোর্ট দেখে চিকিৎসক বলেছিলো গর্ভে দুটি বাচ্চা আছে। দুইবারের পরীক্ষায় একই রিপোর্ট এসেছে। তবে সিজারের সময় সবাইকে অবাক করে পর পর ৪ টি বাচ্চা ভূমিষ্ঠ হয়।
সন্তানদের দাদা আব্দুর রাজ্জাক তরফদার বলেন, বিয়ের তিন বছর পর আমার ছেলের ঘরে একসঙ্গে চারটি সন্তান এসেছে। আমরা মধ্যবিত্ত পরিবার হলেও অনেক আনন্দিত। আল্লাহ আমাদের চারটি সুস্থ-সবল নাতি-নাতনি দিয়েছেন। এর চেয়ে বড় সুখ আর কী হতে পারে।
সন্তানের বাবা মোদাচ্ছের আলী তরফদার বলেন, একসাথে ৪টা সন্তান হওয়ায় আমি ও আমার পরিবার খুশি। মধ্যবিত্ত পরিবারের হওয়ায় কিছুটা চিন্তিত। তবে আশা করি আমার সন্তানদের কোনো কষ্ট হবে না।
সন্তানদের জন্মের পর সুমাইয়া আক্তার সুইটি আবেগাপ্লুত হয়ে বলেন, আল্লাহ আমাদের পরিবারে একসঙ্গে চারটি সন্তান দিয়েছেন। আমি অনেক খুশি। একজন মায়ের কাছে একটা সন্তান জন্ম দেয়া যেমন আনন্দের, ৪ টা সন্তান জন্ম দেয়াও তেমন আনন্দের। প্রথমে ভেবেছিলাম দুই সন্তান হবে, কিন্তু চারজন এসেছে। আমার বাচ্চাদের জন্য সবার কাছে দোয়া চাই।
আদ্ দ্বীন সকিনা মেডিকেল হাসপাতালের চিকিৎসক মঞ্জুয়ারা খাতুন বলেন, নবজাতকদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। তবে চারটি সন্তান হওয়ায় মা ও শিশুদের বিশেষ যত্নের প্রয়োজন হচ্ছে। অবাক করার বিষয় হলো, গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফিতে মাত্র দুটি শিশু ধরা পড়েছিল। কিন্তু জন্মের সময় দেখা যায় চারটি সন্তান। এমন ঘটনা বিরল হলেও অসম্ভব নয়।