27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

যুক্তরাষ্ট্র নাগরিকদের পাকিস্তান ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে।

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

পাকিস্তান সফরের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সম্ভাব্য সন্ত্রাসী হামলা ও সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণে এ সতর্কতা নেওয়া হয়েছে। গত শনিবার (৮ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরোর জারি করা লেভেল-৩ ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, সন্ত্রাসীরা সামান্য বা কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই পরিবহনকেন্দ্র, বাজার, শপিং মল, সামরিক স্থাপনা, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, পর্যটনকেন্দ্র, স্কুল, হাসপাতাল, উপাসনালয় ও সরকারি স্থাপনায় হামলা চালাতে পারে। তাই এসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে। এ ছাড়া, বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫-এ পাকিস্তানের অবস্থান দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে এসব হামলায় ৭৪৮ জন নিহত হলেও ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮১ জনে।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...