27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

ধর্ষণবিরোধী পদযাত্রায় বাধা-সংঘর্ষ: এসি মামুনের অপসারণ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রাজধানীতে মঙ্গলবার ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে’ আয়োজিত পদযাত্রায় পুলিশের বাধা ও সংঘর্ষের ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি জানিয়েছে ধর্ষণ ও নিপীড়নবিরোধী প্ল্যাটফর্ম।

আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১১ মার্চ ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের উদ্যোগে নয় দফা দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদানের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ প্রথমে হামলা করে। পরে সিভিল ড্রেসে থাকা এসি আব্দুল্লাহ আল মামুন পেছন থেকে অতর্কিতে হামলা চালান। এই ঘটনায় পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করে, নারীদের হেনস্তা করে এবং সাংবাদিকরা আহত হন, যা পুলিশি রাষ্ট্রের চিহ্ন বহন করে।

তারা আরও বলেন, ‘ধর্ষণ ও নিপীড়নবিরোধী আন্দোলনে নারীদের ওপর এসি মামুনের হামলায় পুলিশের গণবিরোধী চরিত্র উন্মোচিত হয়েছে।’ তারা অভিযোগ করেন, ‘ধর্ষক-নিপীড়ক-খুনিদের ঠেকাতে ব্যর্থ পুলিশবাহিনী গণমানুষের ক্ষোভের বিচ্ছুরণ ঠেকাতে নিয়মতান্ত্রিক আন্দোলনে বলপ্রয়োগ করছে।’ এই হামলার দায় পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুমাইয়া আক্তার। তিনি জানান, রমনা মডেল থানায় আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যাতে ১২ শিক্ষার্থী, আহত এক সাংবাদিকসহ ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। এমনকি যারা ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন না, তাদের নামেও মামলা দেওয়া হয়েছে।

তারা বলেন, পুলিশ ক্ষমতার অপব্যবহার করে গণহারে এই মামলা দায়ের করেছে, যা পূর্বের ফ্যাসিবাদী সরকারের দমনমূলক পদক্ষেপের মতো। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বলেন, ‘বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি সম্ভব নয়।’ তাই নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে তার অপসারণ জরুরি।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...