Your Ads Here 100x100 |
---|
ফরের দ্বিতীয় দিনে, সকালবেলায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে বৈঠকের সূচনা হয়। এরপর বৈঠকের আরেক ধাপে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। দুপুরে গুতেরেস কক্সবাজারে যাবেন, যেখানে রোহিঙ্গাদের বর্তমান দেখভালের বিষয়টি, বিশেষ করে সার্বিক অর্থনৈতিক সংকটের ইস্যুটি, বিস্তারিতভাবে তুলে ধরা হবে। একই সঙ্গে তিনি স্থানীয় বাসিন্দাদের সাথেও সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশগ্রহণ করার পরিকল্পনা থাকায়, রাতেই তিনি ঢাকায় ফিরে আসবেন। এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসও তার সফরের সঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন।