27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

বাংলাদেশের সংস্কারে সহায়তা অব্যাহত রাখবে জাতিসংঘ : জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁর বাংলাদেশ সফরের সময় উষ্ণ অভ্যর্থনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, বাংলাদেশের সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে।

বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর পর, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুতেরেসকে স্বাগত জানান। শুক্রবার সকালে, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমানের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন গুতেরেস। বৈঠক শেষে, তারা কক্সবাজারের উদ্দেশে রওনা দেন, যেখানে রোহিঙ্গা শিবির পরিদর্শন এবং প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে অংশগ্রহণ করবেন।

পরবর্তীতে, গুতেরেস সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করবেন। উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিব নিযুক্ত হওয়ার আগে, গুতেরেস জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ছিলেন এবং সেই সময়েও তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...