Your Ads Here 100x100 |
---|
মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্ত্বর এলাকায় ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। রোববার (১৬ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন—সোহরাব মীর, মেহেদী মীর, বশির শেখ ও রাজু শেখ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোররাতে একটি অ্যাম্বুলেন্সে করে একদল ব্যক্তি এলাকায় আসে। তাদের চলাফেরায় সন্দেহ হলে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চান। কথাবার্তায় অসংগতি দেখা দিলে উত্তেজিত জনতা তাদের আটক করে। একপর্যায়ে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শিবচর থানার ওসি মো. রতন শেখ জানান, ‘সন্দেহভাজন চার ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’