28 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

বাংলাদেশ প্রসঙ্গে: মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের বক্তব্যে কী বললেন?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। তবে, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বিষয়টিকে কূটনৈতিক আলোচনার অন্তর্ভুক্ত উল্লেখ করে আগাম কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন।

এদিকে, তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের বিবৃতিতে গ্যাবার্ডের মন্তব্যকে বিভ্রান্তিকর ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সরকার দাবি করেছে, তারা চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং দেশটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত।

প্রেস উইংয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের ভিত্তিতে নয় এবং এটি একটি গোটা দেশকে অন্যায়ভাবে উপস্থাপন করে। বাংলাদেশ চরমপন্থার চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্বে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, তুলসী গ্যাবার্ড এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্র সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে, তবে এটি তাদের উদ্বেগের কেন্দ্রীয় বিষয় হিসেবে রয়ে গেছে।

বাংলাদেশ সরকার গ্যাবার্ডের মন্তব্যকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং দেশকে ইসলামিক খিলাফতের ধারণার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক নেতাদের ও দায়িত্বশীল ব্যক্তিদের সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে সম্যক ধারণা রাখা উচিত এবং ক্ষতিকর গৎবাঁধা ধারণা ও ভীতি ছড়ানো বা সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়ার মতো কোনো কিছু বলা থেকে বিরত থাকা উচিত

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজায় ইসরাইলি বর্বর হামলায় শিবিরের নিন্দা ও প্রতিবাদ

মঙ্গলবার ভোরে গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি বাহিনীর নির্বিচার বিমান হামলায় এ পর্যন্ত অন্তত ৪০৪ জন নিরীহ ফিলিস্তিনি নিহত ও অসংখ্য...