27.6 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

খুলনার পিকচার প্যালেসের অস্থায়ী মার্কেট পুড়ে ছাই

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

খুলনা নগরীর পিকচার প্যালেসের জায়গায় বসানো অস্থায়ী ঈদ মার্কেটে আজ বুধবার ভোর সাড়ে ৫টায় আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে, এবং সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এরই মধ্যে পুরো মার্কেট পুড়ে ছাই হয়ে যায়।

ব্যবসায়ীরা জানান, এক বছর আগে ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের জমিতে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নামে অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা শুরু করেছিলেন। তবে, বাজারটি অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণভাবে গড়ে ওঠায় এতে নিরাপত্তার যথেষ্ট ঘাটতি ছিল। ভোর রাতে হঠাৎ আগুন লাগার ফলে, ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে দোকান থেকে বেরিয়ে আসেন; মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

তাদের মতে, আগুনে বিপুল পরিমাণ মালামাল পুড়ে যাওয়ার কারণে ভয়াবহ ক্ষতি হয়েছে, বিশেষ করে ঈদ মৌসুমের ঠিক আগে এই অগ্নিকাণ্ড তাদের চরম বিপাকে ফেলে দিয়েছে। ব্যবসায়ীরা আরও বলেন, প্রায় ৫০টির মতো দোকান ছিল এই মার্কেটে – যার বেশিরভাগই প্রায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত।

ক্ষতিগ্রস্ত একটি দোকানের মালিক আসমা বেগম জানান, ঈদ উপলক্ষ্যে গত কয়েকদিন আগে দোকানে ২০ লাখ টাকার শাড়ি ও গয়না সংগ্রহ করেছিলেন; তবে আগুন লাগার ফলে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আবু বকর জামান ডেইলি স্টারকে বলেন, “আমরা ৫টা ৩৫ মিনিটে সেখানে পৌঁছে যাই। খুলনা টুটপাড়া, দৌলতপুর, খালিশপুর ও বয়রা থেকে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।”

প্রাথমিক তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে ২০-২৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির মোট পরিমাণ নির্ধারণ করা হয়নি।

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...