26.9 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

চট্টগ্রামে বিএনপির দু’গ্রপে গোলাগুলি, ওসি স্ট্যান্ড রিলিজ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে লালখান বাজার এলাকার বিএনপি নেতা শাহ আলম ও ছাত্রদল নেতা শরিফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধসহ চারজন আহত হওয়ার জেরে খুলশী থানার অফিসার ইনচার্জকে (ওসি) তাৎক্ষনিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। আজ শনিবার ওসিকে স্ট্যান্ড রিলিজ করা হয়। শুক্রবার রাতে নগরীর খুলশী থানার কুসুমবাগ এলাকায় এ সংঘাতের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি, উত্তর) মো. জাহাঙ্গীর বলেন, সংঘর্ষের সময় গোলাগুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়। আরও দুজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। এ ঘটনার পর খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে তাৎক্ষনিক আবমুক্তের আদেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।

জানা গেছে, ওসি মুজিবুরকে স্ট্যান্ড রিলিজের আদেশের পর খুলশী থানার ওসি হিসেবে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আফতাব হোসেনকে খুলশী থানার ওসি হিসেবে পদায়ন করে অফিস আদেশ ইস্যু করেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক ২ শিক্ষার্থী

খবরের দেশ ডেস্ক : ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে...