Your Ads Here 100x100 |
---|
স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এর মধ্যে রয়েছে- ২৫ মার্চ বেলা ১১টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনাসভা, ২৬ মার্চ ভোরে কেন্দ্রসহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ এবং সেখান থেকে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিল।
এতে বলা হয়, সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সব ইউনিট আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি আয়োজন করবে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো কর্মসূচি করবে নিজ উদ্যোগে।
দলের সর্বস্তরের নেতাকর্মীদের স্বাধীনতা দিবসের কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।