17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের রায়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

ইশরাকের আইনজীবী রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বলেন, আমরা অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে মামলা করেছিলাম। আদালত আজ আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছেন।

উল্লেখ্য ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে শেখ ফজলে নূর তাপসের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।

রায়ের পর ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, মেয়র পদে দায়িত্ব নিবো কিনা সেটি দলীয় বিষয়, দলের মত পেলেই মেয়র হিসেবে শপথ নিবো।

২০২০ সালের ১ জানুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তোলেন ইশরাক। ফল বাতিল চেয়ে ওই বছরের ৩ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। মামলায় তৎকালীন সিইসি, রিটার্নিং কর্মকর্তা এবং শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়। আজ এই মামলায় রায় ঘোষণা করেন আদালত।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...