24 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

গাজা সংহতি বিক্ষোভে সহিংসতা: ৪৯ জন গ্রেফতার, চলছে পুলিশী তৎপরতা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক, খবরের দেশ:

সোমবার দেশের বিভিন্ন শহরে গাজা সংহতি বিক্ষোভ চলাকালে সংঘটিত সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এসব ঘটনার সঙ্গে জড়িত অন্তত ৪৯ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। ঘটনায় দায়ের করা হয়েছে দুটি মামলা এবং আরও মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, এসব হামলা ও ধ্বংসাত্মক কার্যকলাপ জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি সরাসরি আঘাত। যারা এ ধরণের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। গত রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। এই অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত সব অপরাধী আইনের আওতায় আসে।

পুলিশ আরও জানায়, তারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। একইসঙ্গে সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যদি কেউ এ বিষয়ে কোনো তথ্য রাখেন, তবে তা পুলিশকে জানিয়ে তদন্তে সহায়তা করুন।

পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “আমরা একসঙ্গে কাজ করে নিশ্চিত করতে চাই যে, যারা সমাজে সহিংসতা ছড়াচ্ছে এবং শান্তি বিনষ্ট করছে, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

ভৈরবে সালিসি বৈঠকে হামলায়, নিহত ১

এম.এ. কিবরিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন...