26 C
Dhaka
শনিবার, মে ৩, ২০২৫

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার বিএনপি নেতা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট পৌরসভা এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মফিজুর রহমান ওরফে জিএস বাবুকে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনাটি গতকাল সোমবার বিকেলে ঘটলেও এখনো বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জিএস বাবু লালমনিরহাট সরকারি কলেজের সাবেক জেনারেল সেক্রেটারি (জিএস) এবং জেলা যুবদলের সভাপতির দায়িত্বও পালন করেছেন। অভিযোগ রয়েছে, ওই কিশোরীর মা ও ভাই ঘরে না থাকার সুযোগে তিনি তার বাড়িতে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালান।

ভিকটিম স্কুলছাত্রীর ভাষ্য, “জিএস বাবু ঘরে ঢুকে আমাকে ডাকেন। কাছে গেলে তিনি জোরপূর্বক আক্রমণ করতে চাইলে আমি চিৎকার করি। এতে আশেপাশের লোকজন ও আমার ভাই ছুটে এসে তাকে আটক করে।” মেয়েটির ভাইয়ের বক্তব্য, “আমরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

মেয়েটির পরিবার জানায়, তার বাবা ঢাকায় রিকশা চালান। সোমবার বিকেলে মা বাড়ির বাইরে থাকায় একাকী থাকা মেয়েটিকে লক্ষ্য করে এ ঘটনাটি ঘটে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযুক্তকে স্থানীয়রা পুলিশের হাতে সোপর্দ করেছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে মামলা রেকর্ড হয়নি।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বিচার দাবি করে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ ও তদন্তের দাবি উঠেছে সাধারণ মানুষের মধ্যেও।

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কৃতির মঞ্চে রাজনীতির ঝড় : এবার কড়া প্রতিবাদ জানালেন হানিয়া আমির

ভারত-পাকিস্তান সীমান্তে যখনই রাজনৈতিক উত্তেজনার ছায়া ঘনিয়ে আসে, তার কাঁপুনি প্রথমেই লাগে সংস্কৃতির মঞ্চে। ২০১৬ সালে কাশ্মীরের উরিতে ভয়াবহ...