Your Ads Here 100x100 |
---|
কৌশিক চৌধুরি, হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪৩২ বাংলা বর্ষবরণ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে বাংলা বর্ষবরণ ১৪৩২ উদ্যাপনের প্রস্তুতি সভা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শাফিউল ইসলাম, প্রকৌশলী মো. মনোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সুজন মিঞা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহর রহমান,পল্লি উন্নয়ন অফিসার মো. গোলাম রব্বানী, পল্লি দারিদ্র বিমোচন অফিসার, সুধীজন ও গণমাধ্যমকর্মী সহ আরও অনেকে।

এসময় বক্তারা বাংলা নববর্ষ ১৪৩২ সাল যথাযথ মর্যাদায় উদ্যাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহণ করেন।