31 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

কাদের-কামাল সহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

চিফ প্রসিকিউটর কার্যালয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গণহত্যা ও গুমের অভিযোগে ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৩৩৯টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৩৯টি অভিযোগের তদন্ত চলছে, এবং ২২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট আসামির সংখ্যা ১৪১ জন, যাদের মধ্যে ৫৪ জন গ্রেপ্তার হয়েছেন, আর ৮৭ জন এখনও পলাতক রয়েছেন।

তাজুল ইসলাম আরও বলেন, বিচার প্রক্রিয়াকে আরও সুগম করতে আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল আইনে কিছু সংশোধনী আনার সম্ভাবনা রয়েছে।

ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য যাদের নাম প্রস্তাব করা হয়েছে, তারা হলেন: সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী।

এই আলোচনার সময় প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম, আবদুল্লাহ আল নোমান এবং সাইমুম রেজাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

আ. লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা— স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভবিষ্যতে আওয়ামী লীগের মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে পুলিশের...