21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

ট্রাম্পের শুল্ক যুদ্ধে স্যামসাং ও ভিয়েতনামের ক্ষতির আশঙ্কা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক:

স্যামসাং ইলেকট্রনিক্স; ভিয়েতনামের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী ও রপ্তানিকারক, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ৪৬% শুল্কের কারণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

স্যামসাং প্রতি বছর প্রায় ২২ কোটি মোবাইল ফোন তৈরি করে, যার প্রায় ৬০% উৎপাদন হয় ভিয়েতনামে, এর একটি বড় অংশ আবার যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। ফলে এই শুল্ক ভিয়েতনামে উৎপাদিত স্যামসাং পণ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে।

এই পরিস্থিতি মোকাবিলায় স্যামসাং তাদের উৎপাদন কৌশল পুনর্বিবেচনা করছে। প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়া ও ভারতের মতো দেশগুলিতে উৎপাদন স্থানান্তরের কথা ভাবছে, যেখানকার পণ্যের ওপর মার্কিন শুল্ক যথাক্রমে ২০% ও ১৫%। তবে এই পরিবর্তন স্যামসাংয়ের জন্য ব্যয়বহুল।

ছবি: রয়টার্স, স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি জে ইয়ং (Jay Y. Lee)

অন্যদিকে, ভিয়েতনাম সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে এই শুল্ক হ্রাস বা প্রত্যাহার করার চেষ্টা করছে, যাতে দেশের রপ্তানি নির্ভর অর্থনীতি সুরক্ষিত থাকে এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট রাখতে পারে।

এই ঘটনাগুলো শুধু স্যামসাং নয়, বরং ভিয়েতনামের মতো উৎপাদন-নির্ভর দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতার ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...