Your Ads Here 100x100 |
---|
মোঃ জোনায়েদ, কুবি প্রতিনিধি:
পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে বরণ করে নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের উদ্যোগে থাকছে বর্ষবরণ শোভাযাত্রাসহ নানা আয়োজন।
গতকাল রবিবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের সামনে বর্ষবরণ শোভাযাত্রা উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।
সামগ্রিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, নববর্ষ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় থেকে এবার আনন্দ শোভাযাত্রা, শিক্ষার্থীদের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভাগগুলোকে নিয়ে বৈশাখী মেলারও আয়োজন করা হয়েছে। যেখানে প্রতিটা বিভাগ এবং শিক্ষার্থীদের জন্য স্টল বরাদ্দ দেয়া হয়েছে।
নববর্ষ উদযাপনের দিনব্যাপি কর্মসূচিতে থাকছে বর্ষবরণ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলা ও বৈশাখী মেলা।