30 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বাঘায় হত্যা মামলার আসামি গিয়াস গ্রেফতার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলায় গিয়াস নামের এক জনকে গ্রেফতার করা হয়েছে ।ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বলভদ্র নামক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গত মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) সোয়া ৮টার সময় রাজশাহী র‌্যাব-৫ এর মোল্লাপাড়া, হড়গ্রাম ক্যাম্পের অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। লতিফুল ইসলাম ওরফে গিয়াস বাঘা পৌর সভার মুর্শিদপুর, জিন্নাত আলীর ছেলে।
সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১০-৪-২০২৫) বিকাল আনুমানিক সোয়া ৫টার সময় রফিকুল ইসলাম ওরফে শফিকুল (৩০) (নিহত ভিকটিম) গবাদি পশুর ঘাস কাটার উদ্দেশ্য চক রাজাপুর ইউনিয়নের সিকরামপুর মৌজার মাঠে যায়। ঘাস কাটার সময় আসামি লতিফুল তার ভুট্টা ক্ষেত থেকে ঘাস কাটতে দেখে পূর্ব শত্রুতার জেরে রফিকুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাকে গালিগালাজ করতে নিষেধ করলে লতিফুল আরো ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো হাসুয়া দিয়ে ভিকটিমকে রক্তাক্ত ও গুরুতর জখম করে। তখন মাঠে থাকা মাঠ পাহারাদারগন ভুট্টা ক্ষেতের উত্তর-পূর্ব কোণায় গিয়ে ভিকটিম রফিকুলকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়।

এসময় লতিফুল ইসলাম হাসুয়া হাতে নিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়, পরে মাঠ পাহারাদার হাবলু নিহতের ভাগনে আবদুল হালিমকে খবর দেন। তাৎক্ষণিক তাকে মোটরসাইকেল যোগে দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইসমত আরা রেশমা পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের সময় মৃত ঘোষণা করেন। হত্যাকান্ডের পর থেকেই আসামী দেশের বিভিন্ন প্রান্তে নিজেকে আত্মগোপন করে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার চর চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিদাসখালী গ্রামের ফজলুল শেখের ছেলে। নিহতের বাবা বাদি হয়ে লতিফুল ইসলাম ওরফে গিয়াসকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।
এলাকার মেম্বার শহিদুল ইসলাম জানান, দিনমজুর হিসেবে কাজ করার পাশাপাশি বাড়িতে গরু পালন করতো রফিকুল ইসলাম। তার স্ত্রী সহ আড়াই বছরের প্রতিবন্ধী এক ছেলে সহ এক বছরের মেয়ে রয়েছে।
পুলিশ জানায়, রফিকুল ইসলামের বাম হাতের বগলের নীচে কোপানোর চিহ্ন পাওয়া গেছে।
ওসি আফম আছাদুজ্জামান জানান, বুধবার (১৬-০৪-২০২৫) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, গ্রেপ্তারের পর হত্যায় দায় স্বীকার করেছে আসামী।

- Advertisement -spot_img
সর্বশেষ

বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগে জাতিসংঘকে আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি...