Your Ads Here 100x100 |
---|
সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:
ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) তিনবিঘা কড়িডোর এলাকায় বাংলাদেশের তিন নাগরিককে সীমান্ত পাড়ি দেওয়ার সময় আটক করেছে। পরে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবি’র নিকট হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার বিকাল ৪টায় কুমিল্লা, চুয়াডাঙ্গা ও পঞ্চগড় জেলার তিন যুবক ভারতের সীমান্তরেখা অতিক্রম করার সময় বিএসএফের হাতে ধরা পড়েন। এ ঘটনার পর সীমান্ত পিলার ৮১২/এমপি সংলগ্ন শূন্য লাইনে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি প্যানেলের নেতৃত্ব দেন রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) পানবাড়ী বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. জামিল হোসেন। অন্যদিকে, বিএসএফের ৬ নম্বর ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি নাগমনি রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের দল বৈঠকে অংশ নেয়।
আটকৃত ব্যক্তিরা হলেন-
১. সাইফুল ইসলাম (২৫), পিতা: মো. আব্দুল বাতেন, গ্রাম: বড়কেশতলা, থানা: মনোহরগঞ্জ, জেলা: কুমিল্লা।
২. মো. সাজ্জাদুর রহমান (৪০), পিতা: মৃত নাসির উদ্দীন, গ্রাম: জয়রামপুর, থানা: দামুড়হুদা, জেলা: চুয়াডাঙ্গা।
৩. খোকেশ্বর রায় (৪০), পিতা: পর্বতনাথ রায়, গ্রাম: পাটসিড়ি, থানা: পঞ্চগড়, জেলা: পঞ্চগড়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের সীমান্ত অতিক্রমের উদ্দেশ্য ও পেছনের কারণ তদন্ত চলছে। ইতিমধ্যে তাদের সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে। বিজিবি ও বিএসএফের মধ্যে নিয়মিত সমন্বয়ের মাধ্যমে সীমান্তে শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
তিনবিঘা করিডোর একটি সংবেদনশীল সীমান্ত অঞ্চল হিসেবে পরিচিত। গত কয়েক মাসে এ অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ ও পাচার চেষ্টা বেড়েছে বলে নিরাপত্তা বাহিনীর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে পতাকা বৈঠক সীমান্ত উত্তেজনা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।