Your Ads Here 100x100 |
---|
ঝালকাঠি প্রতিনিধি:মোঃ মাহিন খান
ঝালকাঠির রাজাপুর উপজেলার এক সবজি খেতে গাঁজা চাষের অভিযোগে আব্দুর রহমান (২৪) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্ব কানুদাসকাঠি গ্রামে অভিযান চালিয়ে তার বসতঘরের পেছনের সবজি ক্ষেত থেকে ছয় ফুট ছয় ইঞ্চি উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
আটক আব্দুর রহমান পূর্ব কানুদাসকাঠি গ্রামের বাসিন্দা আলমগীর হাওলাদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরেই ওই জমিতে সবজির আড়ালে গাঁজা গাছটি লালনপালন করছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, ওই এলাকায় একজন যুবক গোপনে গাঁজা চাষ করছেন। এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই এবং গাঁজা গাছসহ অভিযুক্ত আব্দুর রহমানকে আটক করি।”
তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক গাঁজা চাষের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”