21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

আজ ইস্টার সানডে, খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

আজ রোববার, খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ বা যিশু খ্রিষ্টের পুনরুত্থান দিবস পালিত হচ্ছে। খ্রিষ্টধর্মাবলম্বীদের কাছে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দময়।

খ্রিষ্টান ধর্মমতে, এ দিনেই ঈশ্বরপুত্র যিশু খ্রিষ্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছিলেন এবং মানবজাতিকে পাপ থেকে মুক্তি দান করেছিলেন। গুড ফ্রাইডে বা পুণ্য শুক্রবারে, তৎকালীন ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা টিকিয়ে রাখার জন্য যিশুকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। তার মৃত্যুর তৃতীয় দিন, অর্থাৎ রোববার, তিনি পুনরুত্থিত হন। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে এ দিনটিকে ‘ইস্টার সানডে’ নামে অভিহিত করা হয়।

ইস্টার সানডে উপলক্ষে এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া বিশ্বের সব খ্রিষ্টান ভাইবোন ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইস্টারের চেতনা বিশ্বব্যাপী ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনটি উপলক্ষে আজ সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকার ঢাকা আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা প্রাতঃকালীন প্রার্থনায় অংশ নেবেন। এরপর অনুষ্ঠিত হবে প্রার্থনাসংগীত, বাইবেল পাঠ এবং আশীর্বচন। দেশ ও জাতির কল্যাণে থাকবে বিশেষ প্রার্থনা। এছাড়া রাজধানীর কাকরাইল ও তেজগাঁওয়ের ক্যাথলিক চার্চ মিশনসহ দেশের সব গির্জায় দিনব্যাপী বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...