29 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় জড়িত ছিলেন।

রোববার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেপ্তার করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ডিএমপি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বিভিন্নভাবে সংঘবদ্ধ হয়ে ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন:

  • ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ নির্ঝর (২৮)

  • একই ইউনিটের পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক কামরুল আহসান নিশাদ (২৮)

  • শাহবাগ থানার ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ওরফে কালু (২৫)

  • ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন ওরফে জীবন (৩০)

  • মোহাম্মদপুর থানা ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ওহিদ এম. আর. রহমান (৫০)

  • আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম শাহরিয়ার (৫৮)

  • ডেমরা থানার পাইটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস কাঞ্চন (৬৪)

  • বংশাল ৩৩ নম্বর ইউনিট যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন মাছুম (৫৮)

  • ঢাকা মহানগর উত্তর ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল হাসান রতন (৩৪)

  • উত্তর বাড্ডা এলাকার ছাত্রলীগ কর্মী রবিন দেওয়ান (২৯)

ডিএমপি জানায়, শনিবার রাত ১২টা ৪৫ মিনিটে বংশাল এলাকা থেকে মোহাম্মদ হোসেন মাছুম ও রাত ১টায় মগবাজার এলাকা থেকে হাবিবুল হাসান রতনকে ডিবি-লালবাগ বিভাগের পৃথক টিম গ্রেপ্তার করে।

রোববার দুপুর ১টার দিকে মিরপুর-১০ এলাকা থেকে সাব্বির আহমেদ নির্ঝরকে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম গ্রেপ্তার করে। একই দিন সকাল ১০টায় ডিবি-গুলশান বিভাগের একটি টিম উত্তর বাড্ডা থেকে রবিন দেওয়ানকে আটক করে।

ডিবি-রমনা বিভাগ দুপুর ১২টার দিকে ফুলবাড়িয়ার আনন্দবাজার এলাকা থেকে ইব্রাহিম খলিল ওরফে কালুকে এবং সন্ধ্যা ৬টার দিকে উত্তরা দিয়াবাড়ী এলাকা থেকে কামরুল আহসান নিশাদকে গ্রেপ্তার করে।

সন্ধ্যা ৭টার দিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম মতিঝিল এলাকা থেকে শাকিল হোসেন ওরফে জীবনকে ও রাত ১২টার দিকে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম মোহাম্মদপুর এলাকা থেকে ওহিদ এম. আর. রহমানকে গ্রেপ্তার করে।

এর আগে, শনিবার রাত ১২টার দিকে ডিবি-সাইবার বিভাগের একটি টিম মগবাজার থেকে শামীম শাহরিয়ারকে এবং একই সময়ে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম যাত্রাবাড়ী এলাকা থেকে ইলিয়াস কাঞ্চনকে গ্রেপ্তার করে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বানারীপাড়ায় কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড বসতবাড়ি

সাব্বির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার ৪ নং চাখার ইউনিয়নের বড় চাউলাকাঠি গ্রামটি কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে।...