Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।
রোববার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে রুশ প্রেসিডেন্ট পুতিন খ্রিস্টানদের ইস্টার উৎসব উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টার জন্য সামরিক কার্যক্রম বন্ধ রাখতে তার বাহিনীকে নির্দেশ দেন। তিনি সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে নির্দেশ দেন, এই সময়ের মধ্যে সব ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ রাখতে, তবে যেকোনো ধরনের উসকানি বা হামলার জবাব দিতে প্রস্তুত থাকতে।
অন্যদিকে, প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, কিয়েভ এই অস্ত্রবিরতিকে সম্মান জানাবে। তবে তার অভিযোগ, রাশিয়া ইতোমধ্যেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত লঙ্ঘন করেছে। তিনি বলেন, “যদি রাশিয়া সত্যিকার অর্থে নিঃশর্ত ও পূর্ণ অস্ত্রবিরতিতে যেতে চায়, ইউক্রেনও সেই পথেই হাঁটবে। আমাদের পক্ষ থেকে পদক্ষেপ হবে সম্পূর্ণরূপে সমানুপাতিক।”
তিনি আরও জানান, ইউক্রেন ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের পূর্ণ অস্ত্রবিরতির পক্ষে সমর্থন জানিয়েছে।
এদিকে, ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা সামাজিক মাধ্যমে লিখেছেন, “পুতিন এখন ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির কথা বলছেন, অথচ আমরা দাবি করেছিলাম ৩০ দিনের। তার কথায় আর বিশ্বাস রাখা যায় না—আমরা কাজে বিশ্বাস করি।”
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রও। তিনি বলেন, “যদি পুতিন সত্যিই শান্তির ব্যাপারে আন্তরিক হন, তাহলে এখনই সময় পুরো আগ্রাসন বন্ধ করে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেওয়ার—শুধু এক দিনের ইস্টার বিরতির নয়।”