28.8 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের ফ্ল্যাট জব্দের আদেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে গুলশানে অবস্থিত একটি ফ্ল্যাট, গ্যারেজ ও কমনস্পেস জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (২০ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম ফ্ল্যাট জব্দের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে আদেশ দেন।

আবেদনে উল্লেখ করা হয়, তারিন হোসেনের নামে ১০ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৪৩৮ টাকার স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

তদন্তে জানা যায়, মুজিবুর রহমান চৌধুরী গুলশান আবাসিক এলাকায় ১০ কাঠা ৩ ছটাক জমির ওপর নির্মিত ‘দি সেরেনিটি’ নামে দুটি বেজমেন্টসহ ১৩ তলা একটি ভবনের ৭ম তলায় (একটি গ্যারেজ ও কমনস্পেসসহ) মোট ৫,১৭২ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাটের মালিক। এছাড়া রয়েছে অচিহ্নিত ১৭০ অযুতাংশ জমি। ২০১৩ সালের ২৯ জানুয়ারি একটি বণ্টন চুক্তির মাধ্যমে সম্পত্তিটি প্রথম স্ত্রী মুনতারীন মুজিব চৌধুরীর নামে হস্তান্তর করা হয়। তার মৃত্যুর পর ফ্ল্যাটটি দ্বিতীয় স্ত্রী তারিন হোসেনের নামে রেজিস্ট্রি করা হয়। অভিযোগে বলা হয়, এই সম্পত্তি মুজিবুর রহমান চৌধুরী অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে ক্রয় করেন।

এর আগে, গত ৯ জানুয়ারি দুদক নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে। তাদের বিরুদ্ধে ৩,১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরে ২৪ ফেব্রুয়ারি আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...