28 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আইপিএলে নেমেই ১৪ বছরের বৈভবের রেকর্ড

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্ক

নতুন রেকর্ড গড়লেন ভারতের কিশোর ক্রিকেটার বৈভব সুর্যবংশী, যিনি মাত্র ১৪ বছর বয়সে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে মাঠে নামার কীর্তি স্থাপন করেছেন। রাজস্থান রয়্যালসের হয়ে তার আইপিএল অভিষেকে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ক্রিকেটবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন এই বাঁহাতি ব্যাটার।

ইনজুরিতে আক্রান্ত অধিনায়ক সঞ্জু স্যামসনের পরিবর্তে একাদশে সুযোগ পান বৈভব। ওপেনিংয়ে নামার সময় কেউই ধারণা করতে পারেনি যে, কী এক চমক অপেক্ষা করছে! রাজস্থানের হয়ে ওপেন করতে নেমে শার্দুল ঠাকুরের প্রথম বলেই এক্সট্রা কভারের ওপর দিয়ে ছক্কা মারেন। তৃতীয় বলেও মারেন আরেকটি ছক্কা। মাত্র ২০ বলেই ৩৪ রানের ইনিংসে ৩টি চার এবং ২টি ছক্কা হাঁকান তিনি। তার সঙ্গে ৮৫ রানের উদ্বোধনী জুটি গড়েন যশস্বী জয়সওয়াল।

আইপিএল নিলামে রাজস্থান সুর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ কোটি ৪৩ লাখ টাকা) দলে ভেড়ায়। ১৪ বছর বয়সী এই বিস্ময়বালক গত বছর ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইয়ুথ টেস্টে ৫৮ বলে সেঞ্চুরি করে পরিচিত হন। এছাড়া তিনি ছিলেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের স্কোয়াডেও, যেখানে ১৭৬ রান করেন।

১২ বছর বয়সে বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে তার। রঞ্জি ট্রফিতে ৫টি ম্যাচে অংশগ্রহণ করে ১০০ রান করেন তিনি। এমন দুরন্ত প্রতিভা তার বয়সে সেরা মঞ্চে নিজেকে প্রমাণ করা নিঃসন্দেহে এক অনন্য ঘটনা।

যদিও ম্যাচে জয় পায় লখনৌ সুপার জায়ান্টস, তারা ১৮১ রানের লক্ষ্য দিয়ে রাজস্থানকে আটকে রাখে ১৭৮ রানে। বৈভবের ঝলক এবং জয়সওয়ালের ৭৪ রানের ইনিংসের পরেও রাজস্থান জয়ের কাছে পৌঁছেছিল, তবে শেষ ওভারে আভেশ খানের দুর্দান্ত বোলিংয়ে লখনৌ মাত্র ২ রানে জয় লাভ করে।

তবে, ম্যাচের ফল কিছুই না, বৈভব সুর্যবংশী তার আইপিএল অভিষেক দিয়ে সত্যিই একটি রূপকথার গল্পকেও ছাড়িয়ে গেছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগে জাতিসংঘকে আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি...