33 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড পেলেন মানবিক সাংবাদিক সাইদুল ইসলাম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
সাব্বির হোসেন, বানারীপাড়া, বরিশাল প্রতিনিধি:

“মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৫” পেলেন বরিশালের বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাংবাদিক সাইদুল ইসলাম।

গত শনিবার (১৯ এপ্রিল) মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল-এর উদ্যোগে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে “মানবতার কল্যাণে মাদার তেরেসা” শীর্ষক আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিচারপতি মীর হাসমত আলী বাংলাদেশ সুপ্রীম কোর্ট, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ মাননীয় উপাচার্য ও ট্রেজারার ইবাইস বিশ্ববিদ্যালয়, সভাপতিত্ব করেন মোঃ মুজিবুর রহমান চৌধুরী, উপদেষ্টা মাদার তেরেসা রিসার্চ ওয়েল ফেয়ার কাউন্সিল। এছাড়াও উপস্থিত ছিলেন, এম এইচ আরমান চৌধুরী মহাসচিব, মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল, আয়োজিত সভায় দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনেরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সমাজ সেবায় নিরলস প্রচেষ্টা ও মানবিক কার্যক্রমের জন্য সাংবাদিক সাইদুল ইসলামকে এই সম্মাননায় ভূষিত করে ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা গ্রহণকালে সাংবাদিক সাইদুল ইসলাম বলেন, রাষ্ট্রের ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি আমার অবস্থান থেকে কাজ করছি। এছাড়া মানুষের মঙ্গলের জন্য কাজগুলোকে মানবিক কাজ হিসেবে মনে না করে আমার কর্তব্য মনে করি।তবে আজ মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড পেয়ে নিজের গর্ব বোধ হচ্ছে এবং এতে মানুষের মঙ্গলে কাজ করার উৎসাহ বেড়ে যাচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বেরোবিতে ভর্তির নামে প্রতারণা, ১ যুবক আটক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভর্তি করে দেওয়ার নামে অর্থ নিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে...