Your Ads Here 100x100 |
---|
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রংপুর:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভর্তি করে দেওয়ার নামে অর্থ নিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। ধৃত যুবকের নাম মো. আব্দুল্লাহ আল মুক্তাদির, সে রাজশাহীর বোয়ালিয়ার সপুরা এলাকার বাসিন্দা মো. সাব্বির আলমের সন্তান।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে প্রক্টরিয়াল টিম উক্ত ব্যক্তিকে আটক করেন। এ সময়, তাঁর কাছ হতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জাল ‘এ্যকনলেজমেন্ট স্লিপ’ জব্দ করা হয়।
জানা যায়, বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের; বিশ্ববিদ্যালয়ে ভর্তীচ্ছু শিক্ষার্থী মাশরেফ আহসান ও তাঁর পিতা মো. মোজাফফর রহমানের কাছ হতে প্রতারক মুক্তাদির, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে গণবিজ্ঞপ্তিতে ভর্তি করিয়ে দেওয়ার নামে ৫০ হাজার টাকা নেয়। পাশাপাশি সে, মাশরেফ ও তাঁর পিতার আস্থা অর্জনে নিজের ফোন নম্বর ব্যবহার করে জগন্নাথ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ই-মেইল খুলে ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরু হওয়ার বিষয়ে মিথ্যা তথ্য দিত।
এরই সূত্র ধরে আজ মঙ্গলবার ভর্তির বিষয়ে চেষ্টা করতে মাশরেফ ও তাঁর পিতাকে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসে প্রতারক মুক্তাদির। পরে এভাবে ভর্তি হওয়ার প্রক্রিয়ার কথা নিয়ে কিছু শিক্ষার্থী প্রশ্ন তুললে মাশরেফদের সঙ্গে মুক্তাদিরের বাগবিতণ্ডা হয়, পরে সে টাকা ফেরত দিতে চায়। এমতাবস্থায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে জানালে তাঁরা এসে মুক্তাদিরকে আটক করে, প্রথমে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে নিয়ে যান এবং পরবর্তীতে সেখান হতে তাঁকে তাজহাট মেট্রোপলিটন থানায় নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ভর্তি জালিয়াতির অভিযোগে আমরা একজনকে আটক করেছি। সে সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে আমরা মামলা দায়ের করব। বিষয়টি এখনও প্রক্রিয়াধীন আছে।
এ বিষয়ে যোগাযোগ করতে রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।