26 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

১০ টাকা টোল নিয়ে সংঘর্ষ: লালমনিরহাটে যুবদল নেতার কাণ্ড, আহত ২

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের তিস্তা সড়ক সেতু-১ টোল প্লাজায় ১০ টাকার টোল আদায়কে কেন্দ্র করে যুবদল নেতা ও টোল কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় টোল প্লাজার দুই কর্মচারী গুরুতরভাবে আহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে এ হামলা চালানো হয়।

আহতরা হলেন লালমনিরহাট পৌরসভার মাহফুজার রহমান (২৬) ও মোস্তফীহাট এলাকার ফজলুর রহমান (২৫)। তারা বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোকুন্ডা ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ টোল প্লাজায় গাড়ির টোল বাবদ ১০ টাকা প্রদান নিয়ে কর্মচারী ফুল মাহমুদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এ সময় রাজু তার দলবল নিয়ে টোল কর্মচারীদের ওপর হামলা চালালে মাহফুজার রহমান ও ফজলুর রহমান গুরুতর আহত হন।

মারামারির সময় প্লাজায় পাঁচ পুলিশ সদস্য উপস্থিত থাকলেও ঘটনা রোধে তাদের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। টোল প্লাজায় দায়িত্বরত এসআই রওশন জানান, “উভয় পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন, তবে লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী সংবাদমাধ্যমকে বলেন, “ঘটনাটি প্রাথমিকভাবে তদন্তাধীন। এ পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়নি।”

স্থানীয়দের মতে, টোল আদায় নিয়ে পূর্ব থেকেই উত্তপ্ত পরিবেশ বিরাজ করছিল। পুলিশি তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সঠিক কারণ ও দায়ী ব্যক্তিগনের চিহ্নিত করা হবে বলে জানানো হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...