22 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

ট্রাম্পের বিরুদ্ধে ১৪ মামলা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বিদেশি পণ্য আমদানির ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত বর্ধিত শুল্ক বন্ধ করতে মামলা হয়েছে দেশটির ১২টি রাজ্যে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল ও অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের নেতৃত্বে রাজ্যগুলোয় মামলা করা হয়।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে এই মামলা করা হয়। মামলায় বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই শুল্ক আরোপ করেছেন। ফলে এটি আইনত অবৈধ। কংগ্রেসের অনুমোদন ছাড়া এ ধরনের শুল্ক আরোপ করার অধিকার তার নেই।

এ নিয়ে ট্রাম্পের ট্যারিফ আরোপের বিরুদ্ধে ১৪টি মামলা করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেছেন, আমরা সবাই একসাথে হয়ে এই মামলা করেছি। সবমিলিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ১৪টি মামলা হয়েছে। ১৪ সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে এসব মামলা হয়েছে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...