28 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

ময়ূখকে ‘গাধা’ বলে সম্বোধন করলেন; ঋত্বিক চক্রবর্তী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সংবাদ উপস্থাপক ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ তার বিতর্কিত সংবাদ উপস্থাপনের জন্য বরাবরই সমালোচিত হন।  এমনকি বাংলাদেশের রাজনীতি নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে নেতিবাচকভাবে পরিচিতি পেয়েছেন তিনি।

এবার ময়ূখরঞ্জনকে একহাত নিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সরাসরি ময়ূখের নাম না বললেও তাকে ‘গাধা’ বলে সম্বোধন করেছেন।

শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টে এই অভিনেতা লেখেন, ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হল ‘ময়ূর রঞ্জন’।

ঋত্বিকের সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়, কেউ কেউ দাবি করছেন, বছরের সেরা স্যাটায়ার পোস্ট এটি। অর্থাৎ, ময়ূখকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন কি অভিনেতা, প্রশ্ন বাঁধে অনেকের মনে।

 

 

কখনো লাফিয়ে, কখনো দৌড়ে চিৎকার চ্যাঁচামেচি করে সংবাদ উপস্থাপনা করে সমালোচনায় থাকেন কালকাতার ময়ূখ রঞ্জন ঘোষ।

গত ৫ আগস্টের পর বাংলাদেশ নিয়ে একাধিক মিথ্য সংবাদ ও মন্তব্য করায় বাংলাদেশিদের কাছেও পরিচিত তিনি।  ‘থাকবে না, বাংলাদেশ আর থাকবে না…’ তার এই একটি মন্তব্যের জেরে বাংলাদেশে আলোচনায় আসেন তিনি।

ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। তার সঙ্গে টালিগঞ্জেও রয়েছে বেশ উঠাবসা। মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে টালিউড তারকাদের সঙ্গে দেখা যায় তাকে। যেমন এর আগে ময়ূখের সঙ্গে ছবি তুলে বিপাকে পড়েছিলেন ওপার বাংলার অভিনেতা দেব ও রুক্মিণী মিত্র। এক নেটিজেন কটাক্ষ করে লিখেছিলেন, ‘দেব আর থাকবে না দাদা এবার থাকবে না, রুক্মির কাছে দেব থাকবে না।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...